প্রশ্ন: 'সিপাহী বিদ্রোহের' প্রথম সূচনা হয়েছিল কোথায়?
উ: বঙ্গদেশের ব্যারাকপুরে।
প্রশ্ন: লর্ড কার্জন ভারতের বড়লাট নিযুক্ত হন-
উ: ১৮৯৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: 'সিপাহী বিদ্রোহ' হয় কত সালে?
উ: ১৮৫৭ সালে।
প্রশ্ন: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে ভারতের কাছে ব্রিটিশরা কোথায় ক্ষমতা হস্তান্তর করে?
উ: দিল্লিতে।
প্রশ্ন: ভারত পাকিস্তান বিভক্তের সময় ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উ: লর্ড মাউন্ট ব্যাটেন।
প্রশ্ন: কত সালে 'ভারত স্বাধীন আইন' পাস করা হয়?
উ: ১৮ জুলাই, ১৯৪৭।
প্রশ্ন: ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন?
উ: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
প্রশ্ন: বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়?
উ: ১৯০৫ সালে।
প্রশ্ন: কে বাংলার গ্রামে গ্রামে ঘুরে 'পরো না রেশমী চুড়ি বঙ্গনারী' গান গেয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেন?
উ: কবি মুকুন্দ দাস।
প্রশ্ন: সন্ত্রাসী কর্মকাণ্ডে কাকে ফাঁসি দেওয়া হয়?
উ: ক্ষুদিরামকে (১৯০৮ সালে)।
প্রশ্ন: কৃষক প্রজা পার্টি গঠিত হয় কবে?
উ: ১৯৩৭ সালে।
প্রশ্ন: 'লাহোর প্রস্তাব' ঘোষণা করা হয় কত সালে?
উ: ১৯৪০ সালের ২৩ মার্চ।
প্রশ্ন: মুসলিম লীগের প্রকৃত নাম কী ছিল?
উ: নিখিল ভারত মুসলিম লীগ।
প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে সংঘটিত হয়?
উ: ১৯১৯ সালে।
প্রশ্ন: খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন কে কে?
উ: মাওলানা মুহম্মদ আলী ও মাওলানা শওকত আলী।
প্রশ্ন: মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কী?
উ: করম চাঁদ মোহন দাস গান্ধী।
প্রশ্ন: কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৮৮৫ সালে।
প্রশ্ন: 'ইন্ডিয়ান এসোসিয়েশনের' প্রতিষ্ঠাতা কে?
উ: সুরেন্দ্র নাথ ব্যানার্জি।
প্রশ্ন: উপমহাদেশ প্রত্যক্ষভাবে ব্রিটিশ কর্তৃত্বাধীন আসে কবে?
উ: সিপাহী বিদ্রোহের পর।
প্রশ্ন: কে ভারতবর্ষে আদমশুমারির প্রবর্তন করেন?
উ: লর্ড ক্যানিং- ১৮৬১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: উপমহাদেশে নিযুক্ত প্রথম ভাইসরয় কে?
উ: লর্ড ক্যানিং।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে?
উ: লর্ড ক্যানিং।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়?
উ: ১৮৫৭ সালে।
প্রশ্ন: ইন্ডিয়ান এসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৮৭৬ সালে।
প্রশ্ন: কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে?
উ: উমেশ ব্যানার্জি।
প্রশ্ন: কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উ: এ্যালান অক্টোভিয়ান হিউম।
প্রশ্ন: অহিংসা ও অসহযোগ আন্দোলনের জনক কে?
উ: মহাত্মা গান্ধী।
প্রশ্ন: মহাত্মা গান্ধী কবে ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে?
উ: ১৯১৭ সালে।
প্রশ্ন: খিলাফত আন্দোলন সংঘটিত হয় কবে?
উ: ১৯২০ সালে।
প্রশ্ন: মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯০৬ সালে।
প্রশ্ন: রবীন্দ্রনাথ 'নাইট' উপাধি প্রত্যাখ্যান করেন কেন?
উ: জালিয়ানওয়াবার্গ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে।
প্রশ্ন: মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উ: নবাব সলিমুল্লাহ্।
প্রশ্ন: 'দ্বি-জাতিতত্ত্বের' প্রবক্তা কে?
উ: মুহম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: দ্বি-জাতিতত্ত্ব' কত সালে ঘোষণা করা হয়?
উ: ১৯৩৯ সালে।
প্রশ্ন: 'লাহোর প্রস্তাব' অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উ: মুহম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: ভারত উপমহাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
উ: ১৯৩৭ সালে।
প্রশ্ন: কে 'লাহোর প্রস্তাব' ঘোষণা করেন?
উ: এ. কে. ফজলুল হক।
প্রশ্ন: কে ঋণ সালিসী আইন প্রবর্তন করেন?
উ: এ. কে. ফজলুল হক (১৯৩৮ সালে)।
প্রশ্ন: ১৯৩৭ সালের নির্বাচনে কোন দল সরকার গঠন করে?
উ: এ. কে. ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি।
প্রশ্ন: অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হন?
উ: এ. কে. ফজলুল হক।
প্রশ্ন: কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?
উ: মহাত্মা গান্ধী।
প্রশ্ন: ১৪ আগস্ট, ১৯৪৭ সালে পাকিস্তানের কাছে ব্রিটিশরা কোথায় ক্ষমতা হস্তান্তর করে?
উ: করাচিতে।
প্রশ্ন: স্বাধীন সার্বভৌম ভারত রাষ্ট্রের জন্ম হয় কবে?
উ: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
প্রশ্ন: স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে?
উ: ১৪ আগস্ট, ১৯৪৭ সালে।
প্রশ্ন: ভারত-পাকিস্তান বিভক্ত করে কোন কমিশন?
উ: র্যাডক্লিফ কমিশন।
প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
উ: ১৯১১ সালে।
প্রশ্ন: কোন লাটের সময় বঙ্গভঙ্গ হয়?
উ: লর্ড কার্জনের সময়।
প্রশ্ন: 'রাখী বন্ধন' অনুষ্ঠান প্রচলন করেন কে?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: ব্রিটিশ পার্লামেন্টে 'ভারত শাসন আইন' কবে পাস হয়?
উ: ১৯৩৫ সালে।
প্রশ্ন: মাস্টারদা সূর্যসেন কত সালে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেন?
উ: ১৮ এপ্রিল, ১৯৩০ সালে।
প্রশ্ন: বিপ্লবী 'প্রীতিলতা ওয়াদ্দেদার' কিসের সাথে জড়িত ছিলেন?
উ: ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে।
প্রশ্ন: মাস্টারদা সূর্যসেনকে কত সালে ফাঁসি দেওয়া হয়?
উ: ১৯৩১ সালে।
বঙ্গ-ভঙ্গ
প্রশ্ন: 'বঙ্গ-ভঙ্গ' কী?
উ: অবিভক্ত বাংলাকে বিভক্ত করে পৃথক প্রদেশ সৃষ্টি করা।
প্রশ্ন: 'বঙ্গ-ভঙ্গ' রদ করা হয় কখন?
উ: ১৯১১ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর।
প্রশ্ন: 'বঙ্গ-ভঙ্গ' কার্যকর হয় কখন?
উ: ১৯০৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: 'বঙ্গ তঙ্গের' ফলে কার স্বার্থ সংরক্ষণ হয়?
উ: মুসলমানদের।
প্রশ্ন: কোন কোন অঞ্চল নিয়ে 'বঙ্গ-ভঙ্গ' হয়?
উ: উত্তর-পূর্ব বাংলা ও আসাম অঞ্চল নিয়ে।
প্রশ্ন: কে বঙ্গ-ভঙ্গ রদ করেন?
উ: লর্ড হার্ডিঞ্জ।
প্রশ্ন: কার সময়ে 'বঙ্গ-ভঙ্গ' হয়?
উ: লর্ড কার্জনের সময়ে।
প্রশ্ন: 'বঙ্গ-ভঙ্গের' ফলে সৃষ্ট নতুন প্রদেশের রাজধানী ছিল কোথায়?
উ: ঢাকায়।
রাজনৈতিক আন্দোলন
প্রশ্ন: কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়?
উ: ১৮৮৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: 'মুসলিম লীগ' কবে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯০৬ খ্রিস্টাব্দের ৩০ ডিসেম্বর।
প্রশ্ন: কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উ: এ্যালান অক্টোভিয়ান হিউম।
প্রশ্ন: 'খেলাফত আন্দোলনের' সূচনা হয় কে?
উ: ১৯২০ সালে।
প্রশ্ন: মুসলিম লীগের প্রকৃত নাম কী ছিল?
উ: নিখিল ভারত মুসলিম লীগ।'
প্রশ্ন: মুহম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের সভাপতি হন কবে?
উ: ১৯১৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: ইন্ডিয়ান এসোসিয়েশন কে, কবে প্রতিষ্ঠা করেন?
উ: সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ১৮৭৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: 'মুসলিম লীগ' প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করা হয়-
উ: শাহবাগের শিক্ষা সম্মেলনে।
প্রশ্ন: কে সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি নিযুক্ত হন?
উ: আগা খান।
প্রশ্ন: কার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উ: নবাব সলিমুল্লাহর।
প্রশ্ন: মুসলিম লীগ গঠনের প্রস্তাব পেশ করেন কে?
উ: নবাব সলিমুল্লাহ।
প্রশ্ন: 'খেলাফত আন্দোলনের' নেতৃত্ব দেন কে?
উ: আলী ভ্রাতৃদ্বয়-মাওলানা মুহাম্মদ আলী ও মাওলানা শওকত আলী এবং মাওলানা আবুল কালাম আযাদ ও এ,কে ফজলুল হক।
ইংরেজ-শাসনের অবসান
প্রশ্ন: সাইমন কমিশন' গঠিত হয়।
উ: ১৯২৭ সালে।
প্রশ্ন: লাহোর প্রস্তাবে কী ছিল?
উ: উপমহাদেশের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বতন্ত্র রাষ্ট্র গঠন।
প্রশ্ন: বাংলায় প্রথম প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন-
উ: মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশনে এ.কে. ফজলুল হক।
প্রশ্ন: ১৯০৯ সালে ভারতের বড় লাট কে ছিলেন?
উত্তর: লর্ড মিন্টো।
প্রশ্ন: ১৯০৯ সালের ভারত সংস্কার আইন কী নামে পরিচিত ছিল?
উত্তর: মর্লি-মিন্টো সংস্কার আইন।
প্রশ্ন: লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ১৯১৬ সালে।
প্রশ্ন: লক্ষ্ণৌ কোথায় অবস্থিত?
উত্তর: উত্তর প্রদেশ, ভারত।
প্রশ্ন: ১৯১৯ সালের ভারত শাসন আইন আর কী নামে পরিচিত?
উত্তর: মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন।
প্রশ্ন: মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনকে কি বলা হয়?
উত্তর: ১৯১৯ সালের ভারত শাসন আইন।
প্রশ্ন: প্রথম সর্বভারতীয় গণআন্দোলন কোনটি?
উত্তর: খিলাফত ও অসহযোগ আন্দোলন।
প্রশ্ন: ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করে কবে?
উত্তর: ১৯১৯ সালে।
প্রশ্ন: মাস্টারদা সূর্যসেনকে ফাঁসি দেওয়া হয় কবে?
উত্তর: ১২ জানুয়ারি ১৯৩৪।
প্রশ্ন: প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন?
উত্তর: নারী বিপ্লবী।
প্রশ্ন: ঢাকার 'অনুশীলন সমিতির' প্রতিষ্ঠাতা ও পরিচালক কে ছিলেন?
উত্তর: পুলিন বিহারী দাস।
প্রশ্ন: বালেশ্বরে বুড়িবালাম নদীর তীরে ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধে নিহত হন কে?
উত্তর: বাঘা যতীন।
প্রশ্ন: কে 'মাস্টারদা' নামে সুপরিচিত ছিলেন?
উত্তর: সূর্যসেন।
প্রশ্ন: স্বরাজ দলের নেতা কে ছিলেন?
উত্তর: চিত্তরঞ্জন দাস।
প্রশ্ন: কত সালে মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করেন?
উত্তর: ১৯২৩ সালে।
প্রশ্ন: কত জন সদস্য নিয়ে সাইমন কমিশন গঠিত হয়?
উত্তর: ৮ জন।
প্রশ্ন: ১৯২৯ সালে চৌদ্দ দফা দাবি উপস্থাপন করেন কে?
উত্তর: মুহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: কত সালে আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়?
উত্তর: ১৯৩০ সালে।
প্রশ্ন: গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর: লন্ডনে।
প্রশ্ন: মুহাম্মদ আলী জিন্নাহ কত সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?
উত্তর: ১৯৩৪ সালে।
প্রশ্ন: ১৯৩৫ সালের ভারত শাসন আইন প্রণয়ন হয় কীভাবে?
উত্তর: সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে।
প্রশ্ন: বাংলার কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য প্রথম রাজনীতিবিদ কে ছিলেন?
উত্তর: এ. কে. ফজলুল হক।
প্রশ্ন: কত সালে ফজলুল হক বাংলার শিক্ষামন্ত্রী নিযুক্ত হন?
উত্তর: ১৯২৪ সালে।
প্রশ্ন: কলকাতায় হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা হয় কত সালে?
উত্তর: ১৯২৬ সালে।
প্রশ্ন: নিখিল বঙ্গ প্রজা সমিতির প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: স্যার আব্দুর রহিম।
প্রশ্ন: এ কে ফজলুল হক কোন দলের নেতা ছিলেন?
উত্তর: কৃষক প্রজা পার্টি (KPP)।
প্রশ্ন: কে, কবে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর: এ কে ফজলুল হক; ২৩ মার্চ ১৯৪০।
প্রশ্ন: দ্বি-জাতিতত্ত্ব কবে ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৩৯ সালে।
প্রশ্ন: ক্রিপস মিশন ভারতে আসে কবে?
উত্তর: ১৯৪২ সালে।
প্রশ্ন: কোন প্রস্তাবে স্বতন্ত্র বাংলাদেশের বীজ লুকায়িত ছিল?
উ: লাহোর প্রস্তাবে।
প্রশ্ন: বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় কখন?
উ: ১৯৪৩ সালে।
প্রশ্ন: ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর ছিলেন কে?
উ: লর্ড মাউন্ট ব্যাটেন।
প্রশ্ন: 'প্রত্যক্ষ সংগ্রাম' সূচনা হয় কবে?
উ: ১৯৪৬ সালের ১৬ আগস্ট।
প্রশ্ন: পাকিস্তান স্বাধীনতা লাভ করে কবে?
উ: ১৯৪৭ সালের ১৪ আগস্ট।
প্রশ্ন: ভারত স্বাধীনতা লাভ করে কবে?
উ: ১৯৪৭ সালের ১৫ আগস্ট।
প্রশ্ন: ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কবে?
উ: ১৯৪৭ সালের ১৪ আগস্ট।
প্রশ্ন: ১৯৪৩ সালের দুর্ভিক্ষে কত লোক মারা যায়?
উ: ৩০-৩৮ লক্ষ।
প্রশ্ন: ভারত স্বাধীনতা আইন পাস হয় কবে?
উ: ১৯৪৭ সালের ১৮ জুলাই।
প্রশ্ন: 'ভারত ছাড়' আন্দোলনের সূচনা হয় কবে?
উ: ১৯৪২ সালে।
প্রশ্ন: 'লাহোর প্রস্তাব' কোথায় পেশ করা হয়?
উ: লাহোরে মুসলিম লীগের অধিবেশনে।
প্রশ্ন: কোন আইনের ফলে মুসলমানগণ পৃথক নির্বাচনের সুযোগ পায়?
উ: ১৯০৯ সালের মর্লি-মিন্টো আইন।
প্রশ্ন: উপমহাদেশের ভবিষ্যৎ সংবিধানের খসড়া তৈরি করে কোন কমিশন?
উ: 'সাইমন কমিশন।'
প্রশ্ন: বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে?
উ: এ.কে. ফজলুল হক।